মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

একের ভেতর সবঃ লুফে নিন ক্যাস্পারস্কির ২০১১ সালের সকল প্রোডাক্ট


ক্যাস্পারস্কি অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিভাইরাস। শক্তিশালী বিধায় এদের মূল্য অনেক। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো টাকা দিয়ে কিনতে হয়। কিছু কিছু কোম্পানি ফ্রী দিয়ে থাকে। কিন্তু ফ্রী বলেই এগুলো শক্তিশালী ওয়ার্ম ভাইরাসগুলো ধরতে পারেনা। শেষমেষ প্রিমিয়াম অ্যান্টিভাইরাসের দিকেই ঝুকতে হয়।ক্যাস্পারস্কি ২০১১ সালের প্রোডাক্টগুলো ঝক্কি-ঝামেলা মুক্ত ও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ক্যাস্পারস্কি ২০১১ আপনার পিসিকে হ্যাকার অ্যাটাক, ভাইরাস, ওয়ার্ম,স্পাইওয়ার,ম্যালসিয়াস প্রোগ্রাম থেকে রক্ষা করবে।

উইন্ডোজ ৮ এ যুক্ত হতে চলেছে বিল্ট-ইন পিডিএফ রিডার


মাইক্রোসফটের উইন্ডোজ ৮ ভিত্তিক বৃহৎ পরিকল্পনার আওতাভুক্ত হতে চলছে একটি বিল্ট ইন পিডিএফ রিডার। এই সুবিধাটি যুক্ত হওয়ার ফলে যেকোন পিডিএফ ফরম্যাটের ফাইল সহজেই পড়া যাবে। পিডিএফ ফাইল পড়ার জন্য আলাদা সফটওয়্যার ইন্সটলের দিন হয়ত ফুরাল এবার। পিডিএফ ফাইল পড়ার জন্য একসময় সবার প্রিয় পাত্র ছিল এডোবি রিডার। থার্ড পার্টি এই সফটওয়্যারগুলো জনপ্রিয় হলেও ওপেন সোর্স রিডার যেমন- Foxit Reader, Sumatra PDF reader   এর ব্যবহারও কম নয়। অনেকেই এখন এডোবি রিডার থেকে মুখ সরিয়ে নিচ্ছে।