মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

একের ভেতর সবঃ লুফে নিন ক্যাস্পারস্কির ২০১১ সালের সকল প্রোডাক্ট


ক্যাস্পারস্কি অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিভাইরাস। শক্তিশালী বিধায় এদের মূল্য অনেক। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো টাকা দিয়ে কিনতে হয়। কিছু কিছু কোম্পানি ফ্রী দিয়ে থাকে। কিন্তু ফ্রী বলেই এগুলো শক্তিশালী ওয়ার্ম ভাইরাসগুলো ধরতে পারেনা। শেষমেষ প্রিমিয়াম অ্যান্টিভাইরাসের দিকেই ঝুকতে হয়।ক্যাস্পারস্কি ২০১১ সালের প্রোডাক্টগুলো ঝক্কি-ঝামেলা মুক্ত ও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ক্যাস্পারস্কি ২০১১ আপনার পিসিকে হ্যাকার অ্যাটাক, ভাইরাস, ওয়ার্ম,স্পাইওয়ার,ম্যালসিয়াস প্রোগ্রাম থেকে রক্ষা করবে।
ক্যাস্পারস্কির যেই প্রোডাক্টগুলো আপনারা আজ পাচ্ছেন-
  • Kaspersky PURE 2011
  • Kaspersky Internet Security 2011
  • Kaspersky Anti-Virus 2011
  • Kaspersky Password Manager 2011
  • Kaspersky KryptoStorage 2011
  • Kaspersky Small Office Security 2011
Kaspersky PURE 2011
ক্যাস্পারস্কি পিউর আপনার পিসির জন্য অ্যান্টিভাইরাসের চেয়েও বেশী কার্যকরী ভূমিকা রাখবে। আপনার পিসির মূল্যবান সব সম্পদ রক্ষা করতে এই সফটওয়্যারটি তৈরী করা হয়েছে। কিনাক দিচ্ছে আপনাকে এই সফটওয়্যার। ভাইরাস,স্পাইওয়ারগুলোর বিরুদ্ধে রীতিমত সফটওয়্যারটি যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। সফটওয়্যারটির অত্যাধুনিক সিকিউরেটি টুল ডাটা ট্রেইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয় যাতে হ্যাকাররা আপনাকে অনলাইনে অনুসরণ করতে না পারে।
Kaspersky Internet Security 2011
অনলাইন সার্ফিংকে আরো মধুময় ও আনন্দদায়ক করতে ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরেটি ২০১১ এর আবির্ভাব। অনলাইন ব্রাউজিংকে নিরাপদ রাখতে সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয়। নতুন যেই সুবিধাটি যুক্ত হয়েছে ক্যাস্পারস্কি ল্যাব থেকে আপডেটকৃত ডাটাবেজ ক্ষতিকারক ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে ব্লক দেবে। নতুন সিস্টেম ওয়াচার টেকনোলজী যুক্ত হয়েছে সফটওয়্যারটিতে।
Kaspersky Anti-Virus 2011
ক্যাস্পারস্কি অ্যান্টি-ভাইরাস ২০১১ কে আপনার পিসির সিকিউরেটি সিস্টেমের মেরুদন্ড বলা চলে। পিসিকে প্রোটেক্ট করার বেসিক সব টুলই সরবরাহ করছে সফটওয়্যারটি। ভাইরাস ধরার ও ভাইরাসকে আটকানোর টুলগুলোর আরো মানোন্নয়ন করা হয়েছে। Easy-Access ডেস্কটপ গ্যাজেট দিয়ে সফটওয়্যার সহজেই ব্যবহার করা যাবে।
Kaspersky Password Manager 2011
ক্যাস্পারস্কির পাসওয়ার্ড ম্যানেজার নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি অপরিহার্য টুল। অনলাইনে পাসওয়ার্ড প্রদানে সফটওয়্যারটি পূর্ণ স্বয়ংক্রিয়তা এনে দেবে এবং আপনাকে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে চিরমুক্তি দেবে। সফটওয়্যারটি আপনার সকল কনফিডেনশিয়াল ডাটাগুলোকে এন্সাইক্রিপ্ট করে আপনার কম্পিউটারে একটি ডেডিকেটেড ডাটাবেজে সেগুলো সংরক্ষণ করবে।
Kaspersky KryptoStorage 2011
ক্যাস্পারস্কি ক্রিপ্টোস্টোরেজ দিয়ে আপনার পিসির পার্সোনাল ফাইলগুলোকে অনাকাঙ্খিত ও অনির্দিষ্ট একসেসের হাত থেকে রক্ষা করতে পারবেন। অপ্রত্যাশিত ম্যালওয়ার অ্যাটাক, অনিরাপদ WiFi কানেকশন থাকার সত্ত্বেও আপনার ফাইলগুলো এন্সাক্রিপটেড অবস্থায় নিরাপদ থাকবে।
Kaspersky Small Office Security 2011
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক্সক্লুসিভ ভাবে তৈরী করা হয়েছে সফটওয়্যারটি। সমস্ত ব্যবসার নেটওয়ার্রকের নিরাপত্তা আপনি চাইলে একটি পিসি থেকেই নিয়ন্ত্রণ করতে পারেন। সফটওয়্যারটি ব্যবহার করা সহজ,সহজেই কনফিগার করা যায়। সফটওয়্যারটির উন্নত সার্ভার প্রোটেকশন আপনার ব্যবসার সকল গোপন নথিপত্র নিরাপদ রাখবে।
বিস্তারিত আরো জানতে পারবেন- ক্যাস্পারস্কির অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন