মাইক্রোসফটের উইন্ডোজ ৮ ভিত্তিক বৃহৎ পরিকল্পনার আওতাভুক্ত হতে চলছে একটি বিল্ট ইন পিডিএফ রিডার। এই সুবিধাটি যুক্ত হওয়ার ফলে যেকোন পিডিএফ ফরম্যাটের ফাইল সহজেই পড়া যাবে। পিডিএফ ফাইল পড়ার জন্য আলাদা সফটওয়্যার ইন্সটলের দিন হয়ত ফুরাল এবার। পিডিএফ ফাইল পড়ার জন্য একসময় সবার প্রিয় পাত্র ছিল এডোবি রিডার। থার্ড পার্টি এই সফটওয়্যারগুলো জনপ্রিয় হলেও ওপেন সোর্স রিডার যেমন- Foxit Reader, Sumatra PDF reader এর ব্যবহারও কম নয়। অনেকেই এখন এডোবি রিডার থেকে মুখ সরিয়ে নিচ্ছে।

গুগল ইতোমধ্যেই গুগল ক্রোমের জন্য একটি পিডিএফ রিডার প্লাগিন ডেভলপ করেছে। এডোবির বিপরীতে অনেকেই ফক্সিট রিডার ব্যবহারে পছন্দ করেন। সুমাত্রাও এই যাত্রায় পিছিয়ে নেই। তারা ফায়ারফক্স ও ক্রোম উভয় ব্রাউজারের জন্য একটি প্লাগিন তৈরী করেছে। আশা করা হচ্ছে আসন্ন ফায়ারফক্স ৫ এ সফটওয়্যার ছাড়াই পিডিএফ ফরম্যাটের ফাইল পড়ার সুবিধা যুক্ত হবে। মাইক্রোসফটের সর্বশেষ পদক্ষেপ বিল্ট-ইন পিডিএফ রিডার হয়ত এডোবি রিডারের মৃত্যের খবর নিয়ে আসছে।
মাইক্রোসফটের তরফ থেকে এখন এটি স্পষ্ট প্রতীয়মান যে আসন্ন উইন্ডোজ ৮ এ “Modern Reader” নামক বিল্ট-ইন পিডিএফ রিডার যুক্ত হচ্ছে। আরো জানা গেছে, এটিকে আরো ব্যবহার উপযোগী ও সাধারণের নিকট আকর্ষনীয় করে তুলতে মাইক্রোসফট AppX টেকনোলজীর ব্যবহার করবে। Appx Application Package সম্পর্কে অন্যতম একজন ফাঁসকর্তা Paul Thurrott জানিয়েছেন-
AppX is a new type of packaged application model in Windows 8, and it very closely resembles Windows Phone 7 application packages.” That AppX apps resemble WP7 application packages may open the door in the future to the same app working across mobile and desktop environments.
আধুনিক পিডিএফ রিডার এর সকল সুবিধাই থাকছে “মডার্ণ রিডারে”। কয়েকটি স্ক্রিনশট চলুন দেখে আসি-


সফটওয়্যারটির নেভিগেশন সিস্টেম অনেক উন্নত। ধরূন আপনি স্ক্রাবার ব্যবহার করে কোন পৃষ্ঠায় পড়তে গেলেন। তখন উপরের বাম দিকে একটি ব্যাক বাটন প্রতীয়মান হবে। বাটনটি ব্যবহার করে আপনি পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবেন।

হয়ত এই বিল্ট-ইন পিডিএফ রিডার এডোবি রিডারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিবে।উইন্ডোজ ৮ সম্পর্কিত আপনার অভিমত জানাতে ভুলবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন